বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

সরকারি দলের কেউ জেলা প্রশাসক, পুলিশ সুপারকে নিয়ে বাজে কথা বলে আমার কাছে কষ্ট লাগে-শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানঃ- পুলিশ যখনই চেষ্টা করেছে মানুষের বন্ধু হতে, তখনই তাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। পুলিশ কি করেছে নারায়ণগঞ্জে, আল্লাহ সাক্ষী আমি সাক্ষী। সাংবাদিকরা কি করেছে, আমি দেখেছি। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি দায়িত্ব নিয়েছিলেন ১৩-১৪ সালে এমন একটা সময়ে। তখন সব মোকাবেলা করতে হয়েছে পুলিশকে। সাধারণ জনগনকে যখন মারা হয়েছে, তখন পুলিশকেও পুড়িয়ে মেরেছে।

(২১ মার্চ) রোববার বিকেলে ফতুল্লা মডেল থানায় জেলা পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইনে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, আমার কাছে কষ্ট লাগে যখন আমি দেখি সরকারি দলের কেউ কেউ খুব বাজে ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপারকে নিয়ে কথা বলে। ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য ওনারা করোনার সময় যা করেছেন।’

শামীম আরও ওসমান বলেন, আজকে আমি গর্বিত ও সম্মানিত। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে। ১৭ কোটি মানানুষের ছোট্ট একটা। কমনওয়েলথ এর সেক্রেটারী পৃথিবীর ৩জন মহীয়সী নারীকে সম্মানিত করেছেন। কোভিড ১৯ মোকাবেলায় তাদের অবদানের জন্য। ইন্টারেস্টিং হচ্ছে নিউজিল্যান্ড এর জনসংখ্যা ৫০ লাখ, বার্বাডোজের ৫ লাখ। আর আমাদের ছোট্ট একটা দেশের জনসংখ্যা ১৭ কোটি। কিছুদিন আগেও শুনেছি ২০ লাখ লোক মারা যাবে এমন কথা বলা হয়েছে।

Orion

হকার ইস্যু নিয়ে শামীম ওসমান বলেন, ভোটের সময় আরে

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান আয়োজনের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘এ’ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী,  ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী,  ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানসহ ফতুল্লা মডেল থানার সকল কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD