মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- শ্রম আইন ২০০৬ সনের প্রণীত ১১৪ ধারা অনুযায়ী সপ্তাহে দেড় দিন দোকান ও প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা সহ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ দোকান ও কর্মচারী প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা এ স্মারক লিপি প্রদান করেন।
এছাড়াও স্মারক লিপি প্রদান করেন জেলা পুলিশ সুপার, পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ, উপ-মহাপরিদর্শক নারায়ণগঞ্জ, চেম্বার অব কমার্স, নারায়ণগঞ্জ সদর মডেল থানা, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান মালিক সমিতি, প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, সাপ্তাহিক ছুটি দেড়দিন, সরকার প্রণীত আইন অনুযায়ী মালিক কর্তৃক নিয়োগপত্র, ছুটির বহি, বেতন বহি ইত্যাদি রক্ষণাবেক্ষন করার বিধান থাকিলেও দোকান প্রতিষ্ঠানের মালিকগণ এইসব সংরক্ষণ করেন না এবং শ্রম আইনের ধারা অনুযায়ী রাত ৮টার পর দোকান প্রতিষ্ঠান বন্ধ রাখার কেথা থাকলেও সেটা মানছেন না।
শ্রম আইনের ধারা অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে বার বার স্মারক লিপি প্রদান করে আসলেও এতো কোন কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট দপ্তর গুলো। তাই পুনরায় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ত্রি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আপনাদের আহবান জানাচ্ছি।মির হোসেন খোকন প্রমূখ।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ কে পিন্টু, কোষাধক্ষ মো: আমির হোসেন খোকন প্রমূখ।