রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৬৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩৩ জনের।শনিবার (২৭ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৬৭৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল তিন হাজার ৭৩৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ১৪.৯০ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৭১ জন করোনা রোগী।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।