মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী আমিনুল ইসলাম কালু হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও স্ত্রীর পরকীয়া পেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত আমিনুল ইসলাম কালুর স্ত্রী রিক্তা বেগম, আতিকুল ইসলাম আতিক, মিজানুর রহমান মিতু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রেজাউল করিম পলাশ। তিনি রিক্তা বেগমের পরকীয়া প্রেমিক।
আদালতের পিপি জাসমীন আহমেদ জানান, আমিনুলের বাসায় চুক্তিতে খাওয়া-দাওয়া করতেন রেজাউল করিম পলাশ, আতিকুল ইসলাম আতিক ও মিজানুর রহমান মিতু। এরই সূত্র ধরে পলাশের সঙ্গে রিক্তার পরকীয়া এবং অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে রিক্তাকে বিয়ের আশ্বাস দেন পলাশ। এ কারণে দুজন পরিকল্পনা করে আতিক ও মিজানের সহযোগিতায় ২০১৯ সালের ১ মার্চ বিকেলে আমিনুলকে গলা কেটে হত্যার পর লাশ নদীর পাড়ে ফেলে দেয়। পরদিন সকালে আমিনুলের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, ওই ঘটনায় মামলা করেন নিহতের বড় ভাই শামসুল হক। পরে পুলিশ রিক্তা বেগম ও তার পরকীয়া প্রেমিকসহ চারজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরবর্তীতে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে চার আসামির একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।