শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কলেজছাত্র সাদিকুল ইসলাম রিয়ন হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। (৩০ মার্চ) বুধবার সকালে উপজেলার উত্তর ব্রাক্ষ্মণখালী এলাকা থেকে রাকিব ও হাবিবকে গ্রেফতার করা হয়।
তারা একই এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হারুন মিয়ার ছেলে। তাদের বাড়ি চাঁদপুর জেলায়। এর আগে, ২৮ মার্চ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২৭ মার্চ বিকেলে অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে বাবা জহিরুল ইসলাম কচি ও মা জোসনা বেগমসহ ভুলতা হাসপাতালে যাচ্ছিলেন রিয়ন। পথে জমি নিয়ে বিরোধের জেরে তাদের কুপিয়ে জখম করে গিয়াস উদ্দিনসহ ১৮-১৯ জন সন্ত্রাসী। এ সময় তাদের সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় রিয়ন মারা যান। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের মা জোসনা বেগম।
রূপগঞ্জ থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, মামলার পর এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।