বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- হেফাজতে ইসলামের হরতালে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপি ও যুবদলের অজ্ঞাত ২০০ নেতাকর্মীকে আসামি করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
(১ এপ্রিল) বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
এর আগে ৬ মামলায় বিএনপি ও জামায়াতের ৩ হাজার ৩৩৬ জনকে আসামি করা হয়। তবে ৮টি মামলার কোনোটিতেই নাম নেই হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মীর।
সোহেল আহমেদ ও হুমায়ুন আজাদ খান নামে দুজন ব্যক্তি আজ (বৃহস্পতিবার) অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দুটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মশিউর রহমান।
গত ২৮ মার্চ সারাদেশে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে