মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার মাসদাইর থেকে অজ্ঞাত এক নারীর কাটা মাথা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। (৫এপ্রিল) সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ফতুলা থানার মাসদাইর ভাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে মাথাটি উদ্ধার করা হয়।
তবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ১০/১২ দিন পূর্বে হত্যা করে মাথা ফেলে রেখে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ওই নারীর দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে ফেলে গেছে। তবে ওই নারীর দেহটি এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।