বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লায় জঙ্গি আস্তানায় বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। দীর্ঘ ১৮ মাসের তদন্ত শেষে গত ২২ মার্চ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঞ্চল্যকর ওই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।
আলোচিত ওই মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য মোখলেছুর রহমান বাদি হয়ে নব্য জেএমবির ছয় সদস্যের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলো নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির সক্রিয় সদস্য খুলনার তেরখাদা থানার পাতলে ডাঙ্গা গ্রামের স্থায়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ এলাকার অস্থায়ী বাসিন্দা খাঁন হমায়ুন কবিরের ছেলে মিশুক খান ওরফে মাহের মিশাল ওরফে আবু উবায়দা ওরফে মোহাম্মদ আলী (১৯), নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম শিহাচর তক্কার মাঠ এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল উদ্দিনের দুই ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭) ও জামাল উদ্দিন রফিক (৩০), ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন ঈশ্বর গ্রামের মুজিবর রহমানের ছেলে মেহেদী হাসান তামিম (২৪), ভোলার কালীবাড়ী এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আজমীর (২৪) এবং ভোলার হোন্দরখালী গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে আনোয়ার হোসেন (২৫)।
চার্জশিট থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী মিশুক খান ও ফরিদ উদ্দিন রুমিকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়। অতঃপর পর্যায়ক্রমে বিভিন্ন তারিখে অন্যান্য আসামীদেরকেও গ্রেফতার করা হয়েছিলো।
এই ছয় আসামীর মধ্যে মেহেদী হাসান তামিম ও আব্দুল্লাহ আজমীর বর্তমানে পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। বাকি চার আসামীকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলো পুলিশ।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল উদ্দিনের দুই ছেলে ফরিদ উদ্দিন রুমি ও জামাল উদ্দিন রফিক কয়েকমাস পূর্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও প্রধান আসামী মিশুক খান ওরফে মোহাম্মদ আলী এবং আনোয়ার হোসন বর্তমানে হাজতবন্দি রয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন ধারায় আরো একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর তক্কার মাঠ এলাকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল উদ্দিনের ‘পরিত্যাক্ত’ বাড়িতে আবিস্কৃত হয় জঙ্গি আস্তানা। রুদ্ধশ্বাস অভিযানে ব্যবহার করা হয় রিমোর্ট কন্ট্রোল রবোট। অতঃপর ওই জঙ্গি বাড়ি থেকে উদ্ধার হওয়া সক্রিয় বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়। এতে ফতুল্লার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং একটি বাড়িতে আগুন ধরে যায়।