মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নারীসহ চারজন আহত হয়েছেন। (১৪ এপ্রিল) বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জালকুড়ি হাসপাতাল সংলগ্ন মুন সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্থানীয় বাসিন্দা হযরত আলী ফকির (৬৫), ওই মার্কেটের ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের নিরাপত্তাকর্মী ইমরান (৩২), ব্যবসায়ী রাজু (৩০) ও অজ্ঞাত এক নারী ক্রেতা গুরুতর আহত হয়েছেন। এদেরমধ্যে ইমরানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে মার্কেট মালিক ইয়াকুব নিয়মিত সেপটিক ট্যাংক পরিষ্কার করেননি। ফলে দীর্ঘদিন সেপটিক ট্যাংকে ময়লায় গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে মার্কেটের সিঁড়ি, একটি দোকানের দেয়াল ভেঙে গেছে।
আহত দোকানদার রাজু বলেন, সেপটিক ট্যাংকটির অবস্থান আমার দোকানের নিচে ছিল। ট্যাংক থেকে বাতাস বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মার্কেট মালিক ইয়াকুবের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।