মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- মীর হোসেন মীরুকে গুলি করে হত্যার চেষ্টার ১২ বছর পার হয়ে গেলেও এখনো বিচার পায়নি মীর হোসেন মীরু। বিচারের দাবিতে ধুঁকে ধুঁকে কাঁদছে তিনি। এতে মীরুর মৃত্যু না হলেও সারাজীবনের জন্য পঙ্গুত্ববরণ করতে হয় তাকে। এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় মীর হোসেন মীরুকে এক গডফাদারের নির্দেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রভাবশালী ওই গডফাদার ও তার সহযোগী সজল বাবুর্চি এখনো রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। এত দিনেও বিচার না পেয়ে হত্যাশ তার পরিবার।
মীর হোসেন মীরু গনমাধ্যমকে জানান, ১৭ এপ্রিল আমার জীবনের ভয়াবহ একটি দিন ২০০৯ সালের ১৭ এপ্রিল এই দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করে কিন্তু আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি বেচেঁ গেলেও অচল হয়ে গেছে আমার দুটি পা যা আমার জন্য খুবই কষ্টদায়ক।