শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
সংবা নারায়ণগঞ্জঃ- ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের পর ওই ক্ষতিগ্রস্ত তিনতলা বাড়িটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
(২৩ এপ্রিল) শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং বড় ধরনের কম্পনের ফলে দেয়াল ভেঙে গেছে। এখানে ১১ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের ৯৯ ভাগ পুড়ে গেছে। এরই মধ্যে বাড়িটি সিলগালা করা হয়েছে। বিল্ডিংটির ডিজাইন এবং স্থায়ীত্বের রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
তিনি আরো বলেন, বিষ্ফোণের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে আহ্বায়ক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরাকে সদস্য সচিব করে এবং ফায়ার সার্ভিস, পুলিশ, তিতাসসহ সবার সমন্বয়ে একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।