শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে নৈশ প্রহরীকে হত্যা করে ১৬ লাখ টাকার মালামাল লুট

সংবা নারায়ণগঞ্জঃ-  সিদ্ধিরগঞ্জে  ‘ইউএসবি’ নামক একটি কুরিয়ার সার্ভিসে শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশ প্রহরীকে হত্যা করে ১৬ লাখ টাকার মালামাল নিয়ে লুটে গেছে ডাকতরা। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারে এ ঘটনা ঘটে।

Mir cement

ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার দিকে ডাকাত দল ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়।

 

প্রথমে ডাকাতরা নৈশ প্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত, পা, বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গল্লির মধ্যে ফেলে রাখে। এ সময় ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসে শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, ১টি ওভেন ও ফ্রিজসহ ১৫-১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।

 

এ সময় এশিয়া মোটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান।

খবর পেয়ে পুলিশ গিয়ে নৈশ প্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।নিহত মিলন মিয়ার বাবা মৃত সালামত উল্ল্যাহ, সে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান (পিপিএম) জানান, ডরিক মাদানী টাওয়ারের নিচ তলায় পিকআপে কিছু লোকজন এসে মিলন মিয়া নামে নৈশ প্রহরীর হাত, পা বেঁধে মারধর ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে কুরিয়ার সার্ভিসের দোকানে তালা কেটে মালামাল নিয়ে যায়। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর র‌্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশ প্রহরী আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD