মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

নাঃগঞ্জে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সফটওয়্যার ব্যবহার শুরু হচ্ছে

সংবাদ নারায়ণগঞ্জঃ- প্রতিটি এলাকাতেই কিছু নির্দিষ্ট সংখ্যক পুলিশ সদস্যদের স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া আছে। দায়িত্বরত সেই সকল পুলিশ সদস্য যথা নিয়ম মানছে কি না? মামলার তদন্ত করছে, নাকি উঠান বৈঠক? এখন থেকে এ সব কার্যালয়ে বসে দেখতে পাবেন পুলিশ সুপার ও ডিআইজি। সঙ্গে সঙ্গে করতে পারবেন তদারকিও।

বিজ্ঞাপন

(৪ মে) মঙ্গলবার সকাল ১০টায় বিট পুলিশিং ডিজিটাল মনিটরিং সিস্টেম (বিপিডিএম‌এস) সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। ৪টি সেশনে নতুন এ সফটওয়্যার এর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন জেলার সকল অফিসার।

 

প্রথম দিনেই ২টি সেশনে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামীকাল আরও ২টি সেশনের মাধ্যমে সমাপ্তি হবে কার্যক্রমের। ঢাকা রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে সফটওয়্যার প্রশিক্ষকগণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছে।

 

পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং ডিজিটাল মনিটরিং সিস্টেম নামক সফটওয়্যারের মাধ্যমে আধুনিক এই কার্যপদ্ধতি শুরু হচ্ছে নারায়ণগঞ্জে।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘এই পদ্ধতি চালু হলে, পুলিশ সদস্যরা উর্ধতন কর্মকর্তাদের চাইলেই ভুল তথ্য দিতে পারবে না। পাশাপাশি গড়ে উঠবে ডিজিটাল তথ্য ভান্ডার।’

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘বিপিডিএম‌এস চালু হলে প্রত্যেক পুলিশ সদস্যের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। যাকে যে এলাকায় দায়িত্ব দেওয়া হবে, সেখানে যেতেই হবে। পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তা সারাদিন কোথায় কোথায় গেলো, কি কি কাজ করলো।

সেটা আমরা এই সফটওয়্যারের মাধ্যমেই জানতে পারবো। কেউ যদি কর্মস্থল থেকে বাহিরেও চলে যায়, সেটাও আমরা জানতে পারবো। এতে করে পুলিশের সেবার মান বৃদ্ধি পাবে এবং কাজেও স্বচ্ছতা আসবে। এ ব্যবস্থা আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD