বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়া মাটি এলাকায় আফজাল হোসেন নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম জিয়া ও রূপে গেন্দুর সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে।
এই ঘটনায় মারধরের শিকার ভুক্তভোগী আফজাল ফতুল্লা মডেল থানায় সন্ত্রাসী গেন্দুসহ ৪ জনের নাম উল্ল্যেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার শিকার আফজাল পাগলা নয়ামাটি মুসলিম পাড়া এলাকার মোঃ মাঝির ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুপুর অনুমান একটা ১ সময় আমি তাজুর মাঠসংলগ্ন আফসার করিম মসজিদের সামনে জোরে নামাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা করি।
কিন্তু গেন্দুর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র লোহার পাইপ রড ছুরি-চাকু ইত্যাদি নিয়ে আমাকে মসজিদ সামনে সামনে পেয়ে উক্ত সন্ত্রাসীরা আমাকে মাটিতে ফেলে দিয়ে মারধর করতে থাকে এবং এবং অন্যান্য সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন মারধর করতে থাকে।
বং সন্ত্রাসীরা আমার কাছে থাকা ১৮,৫৬০ টাকা দামের আইফোন ৬এস প্লাস নিয়ে যায়। এমত অবস্থায় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগেই আসলে আমাকে হত্যা করার হুমকি প্রদান করে যায় এবং এ বিষয় নিয়ে কোন বাড়াবাড়ি অথবা থানাপুলিশ করলে আমাকে মেরে গুম করে ফেলবে।
এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে জহিরুল ইসলাম জিয়া ও রূপে গেন্দ সহ ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করি।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা রওশন ফেরদৌস বলেন, আমি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে গিয়ে ছিলাম মারধরের ঘটনা সত্য আরো তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে।