মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের মানববন্ধন

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে ত্রা নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা মডেল প্রেসক্লাব।

শনিবার বিকেল ৪ টায় ফতুল্লা মডেল প্রেসক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ১৮ই মে ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টার বেশি সময় আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তরের পর তথ্য চুরির অভিযোগে মামলা করাহ হয়েছে যা ছিল সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত। রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা

মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শনিবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মানব বন্ধনে বক্তারা বলেন,নিজেদের বেপরোয়া লুটপাট ও চুরি আড়াল করতেই তথ্য চুরির মিথ্যা নাটক সাজিয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মানববন্ধনে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচীব কাজী জেবুন্নেছা সহ ঘটনার সাথে জড়িত সকল কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রেখে যে নির্যাতন করা হয়েছে তা ফৌজদারি অপরাধের সামিল। নির্যাতনকারী অতিরিক্ত সচীব কাজী জেবুন্নেছাকে আইনের আওতায় আনারও
দাবি জানান বক্তারা।

অপরদিকে রবিবার যদি সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দেয়া না হয়,তাহলে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনসহ সাংবাদিক সমাজকে সাথে নিয়ে অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হবেও ঘোষণা দেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাধন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি রুহুল আমিন প্রধান, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন,

নারায়ণগঞ্জ টপ নিউজ এর সম্পাদক ও ফতুল্লা মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো.মহসীন আলম,নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি
শহীদুল্লাহ্ রাসেল, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো.মাসুম, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন,নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক মো.মনির হোসেন প্রমূখ।

ফতুল্লা মডেল প্রেসক্লাবের দফতর সম্পাদক মোখলেছুর রহমান তোতার সঞ্চালনায় এ
সময় আরো উপস্থিত ছিলেন-নিউজ এ টু জেড এর সম্পাদক রফিকউল্লাহ রিপন,উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক সোহেল আহাম্মেদ, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দুলাল আহাম্মেদ,

সদস্য ও চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি শফিকুল ইসলাম জনি,এমএ কাউয়ুম খান,সি এন এন বাংলা চ্যানেলের ফতুল্লা প্রতিনিধি এম এইচ রাসেল,সাংবাদিক গাফফার লিটন, জুয়েল, ফয়সাল এবং সাংবাদিক সোনালী আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD