রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব

সংবাদ নারায়ণগঞ্জঃ- সোনারগাঁয়ে জুয়ার আস্তানা থেকে ৫ জুয়ারিকে আটক করেছে র‌্যাব-১১। (৩০ মে) রবিবার  রাত পৌঁনে ১২টায় সেনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার ২শ’ ৭০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, মো. আজিম খাঁন (৩৪), মো. ইলিয়াছ মিয়া (৪৫), মো. তাওহীদ মিয়া (৪০), মো. ইরন মিয়া (৪৫) ও মো. ফায়জুল (৪১)।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর চালিয়ে আসছিল। জুয়ার আসরে ৫০ থেকে ৬০ জন লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো।

 

তিনি আরও জানায়, জুয়া খেলায় অংশগ্রহণের জন্য জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছে।

 

পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD