শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ-সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল নামে এক মাদরাসা ছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে মা নাসরীন আক্তারের বিরুদ্ধে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিল মারা যান।
এর আগে রোববার রাত ৯ টার দিকে আহত অবস্থায় তাকে সিদ্ধিরগঞ্জের প্রো- অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে নাসরীন আক্তার পলাতক রয়েছেন। নাজমুস সাকিব নাবিল দারুননাজাত কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
জানা যায়, নাজমুস সাকিব নাবিলের বাবা রাতে বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পায়। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে সন্তানকে আহত অবস্থায় দেখতে পান।
নিহতের বাবা সগীর আহমেদ বলেন, আমার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। প্রায়ই সে রাগারাগি করে বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। এ ঘটনা কিভাবে ঘটলো আমি নিশ্চিত না। তবে আমার স্ত্রীকে সন্দেহ হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।