মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- রাজধানীর কলাবাগানের বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দুপুরে রক্তাক্ত ও দগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা তদন্তে ওই বাড়িতে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।
ক্রাইম সিন জানায়, সাবিরাকে নিষ্ঠুরভাবে হত্যা (ব্রুটালি কিলড) করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর বিছানায় আগুন ধরিয়ে দেয়া হয়। দাহ্য পদার্থ না থাকায় আগুন তেমন ছড়ায়নি। তবে, সাবিরার শরীরের কিছু অংশ এতে দগ্ধ হয়।
সিআইডির ক্রাইম সিন ইউনিটের ইন্সপেক্টর শেখ রাসেল কবির গণমাধ্যকে জানান, ধারালো অস্ত্র দিয়ে সাবিরার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে। তার দেহে ধারালো অস্ত্রের আঘাত ও পোড়ার ক্ষত আছে।
আমরা আপাতত নিশ্চিত হয়েছি, এটি একটি হত্যাকাণ্ড। আলামত দেখে মনে হয়েছে, মধ্যরাতের যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।