বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন

ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় কাভার্ডভ্যান চাপায় নিহতের পরিচয় মিলেছে, বের হচ্ছে রহস্য

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় নিহত স্বামীর পরিচয় পেয়েছে পুলিশ। নিহতের নাম ইয়াসিন আরাফাত দুলাল। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর বাহেরচর গ্রামের হাফেজ মো. বারির ছেলে।

বিজ্ঞাপন

(৩১ মে) সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় দুলালের লাশ শনাক্ত করে ফতুল্লা এয়ারটেল ডিস্ট্রিবিউশন ম্যানেজার কাউসার আহমেদ নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২০১৫ সাল থেকে ফতুল্লায় এয়ারটেলের সেলসম্যানের চাকরি করেন দুলাল। গত বছর সেপ্টেম্বরে দুলাল করোনা আক্রান্ত হয়। তখন তাদের গ্রামের বাড়ির পরিচিত স্বামী পরিত্যক্তা রাজধানীর মুগদা হাসপাতালের নার্স আয়েশা এসে তার মুগদার বাড়িতে দুলালকে নিয়ে যায়। সেখানে চিকিৎসা করে দুলালকে সুস্থ করে তুলেন আয়েশা। এতে তাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্কে ২০ লাখ টাকা দেনমোহর দিয়ে আয়েশাকে বিয়ে করেন দুলাল। আয়েশার আগের সংসারের দুটি সন্তান রয়েছে।

 

তিনি আরো জানান, বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলে আসছে। কয়েকমাস আগে স্থানীয়ভাবে দেনদরবার করে আয়েশাকে তালাক দেন দুলাল। এরপর এপ্রিল মাসে ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে আরেকটি বিয়ে করেন দুলাল। দুইদিন আগে গ্রামের বাড়ি থেকে ফতুল্লা মডেল থানা সংলগ্ন এয়ারটেল অফিসের কর্মস্থলে আসেন।

রোববার থেকে সে নিখোঁজ, তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তাদের বহনকৃত ইজিবাইক চালকের বক্তব্য মতে ধারণা করা হচ্ছে আয়েশা তাকে ডেকে নিয়ে রোববার রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকায় ইজিবাইক থেকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়ে হত্যা করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, নিহতের পকেটে একটি ব্যাংকের চেক ছিল। সেই চেকের সূত্র ধরে দুলালের পরিচয় পেয়েছি। দুলালের সাবেক স্ত্রীর বিষয়ও খোঁজখবর নেয়ার চেষ্টা করছি। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD