মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সৈয়দপুর কড়ইতলা সামাজিক সংগঠন ও জেএমসি যুব ঐক্য সংসদ আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় পরীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত রক্ত নির্নয় পরীক্ষা আলহাজ্ব মোঃ আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আবুল কালাম মুন্সী, হাবিবুর রহমান শিকদার প্রমুখ।
গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ বাবুল মোল্লা,ডাঃ সৈয়দ আহম্মেদ, রাজিব মন্ডল,লুৎফর রহমান পাখি,শুক্কুর মাহমুদ,বাবু শেখ,শুক্কুর শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী ও ফেরত প্রবাসী ইউনিয়ন কল্যান পরিষদ। প্রায় ১ হাজার নারী পুরুষের রক্ত পরীক্ষা করা হয়।