শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, পরিচ্ছন্ন কর্মীদের অবদান কোনো কিছুর সাথে তুলনা করার মতো নয়। তারা একদিন কাজ বন্ধ রাখলেই তা টের পাই। এই ভবন নির্মাণকাজ পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভবনের জন্য যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে তার প্রাপ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের চাহিদা, আমাদের পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর সম্মতি এই তিন মিলে সেবক কলোনীর নির্মাণ কাজ শুরু হয়েছে।
(১৬ জুন) বুধবার ১৫ নম্বর ওয়ার্ডের টানবাজারে পরিচ্ছন্ন কর্মীদের জন্য দু’টি দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,প্রকল্পের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের দ্রুততার সাথে কাজ শেষ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ভবন নির্মাণ হয়ে গেলে আপনাদের (কলোনীর বাসিন্দা) কষ্ট কমবে। তবে আপনাদের কেউ যেন মাদকের সাথে না জড়ায়। কোনো প্রকার বিশৃঙ্খলা যেন কেউ না করেন। এই অনুরোধই কেবল রইলো।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, নাসিকের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, নারী সংহতি আন্দোলনের জেলা সম্পাদক পপি রাণী সরকার, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংস মহারাজ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োজিত দলিত সম্প্রদায়ের লোকজন।