বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন দেশের এ সংকটকালে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি ফতুল্লার পিলকুনীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিক নেতা পলাশের বাড়িতে ডাকাতি

পৃথিবীতে কেউ পারফেক্ট নন-শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ.কে.এম. শামীম ওসমান বলেন, সাংবাদিকতা করলে যেমন সত্য তুলে ধরতে হয়, তেমিন রাজনীতি করলে সত্য কথা বলতে হয়। আমি মুখের ওপর সত্য কথা বলে ফেলি। এটাই আমার চরিত্র।

তিনি আরো বলেন, পৃথিবীতে কেউ পারফেক্ট নন। মানুষের ভুল-ত্রুটি থাকবে। আমিও এর ঊর্ধে নই। তবে সবসময় চেষ্টা করেছি ভাল কিছু করার। ভাল কাজ করার মধ্য দিয়ে মানুষের ভালবাসা পেতে চেয়েছি সবসময়।

তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাফল্যগাঁথা তুলে ধরার আহবান জানান অভিভাবক এবং মিডিয়ার প্রতি।

তিনি বলেন, প্রবাসে আমাদের নতুন প্রজন্ম মেধা ও মননে সাফল্য অর্জন করছে। এ সব খবর বেশি প্রকাশ হলে সবার মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। এই মেধাবীরা যদি বাংলাদেশ নিয়ে ভাবে এবং বাংলাদেশে কাজ করে, তাহলে খুব দ্রুত বাংলাদেশে চেহারা বদলে যাবে।

তিনি ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলায় নিহতদের স্মরণ করে বলেন, ২২ জনের মৃত্যু আর আমিসহ আরো সহকর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনার কথা কোনদিন ভুলতে পারব না। কাপুরুষ খুনীরা খুন করতে পারে, কোনদিন সফলতা লাভ করে না। আমরা যাদের হারিয়েছি, তাঁদের সবসময় গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করি।

১৬ জুন এই গণ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শামীম ওসমান এমপির এক সময়ের বন্ধু ও নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ এবং সভা পরিচালনা করেন তাঁর এক সময়ের রাজনৈতিক সহযোগী মনিরুজ্জামান সেলিম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শামীম ওসমানের সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি এবং ডেমেক্রেট নেতা রেহান রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামরুন নেসা আহমেদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবির তুহিন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD