মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার হাজীগঞ্জে হৃদয় (২৫) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (২০জুন) রোববার বেলা ৩টায় হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হাজীগঞ্জ উচাবাড়ির খোকন মিয়ার পুত্র। নিহত হৃদয় বিভিম্ন বাসা বাড়ীতে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতো।হৃদয় মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়রা জানায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে এলাকায় ছড়িয়ে পড়ে প্রাইমারি স্কুল মাঠে একজনের লাশ পরে রয়েছে। এ খবরে উৎসুক লোকজন স্কুলে ভিড় করে। একপর্যায়ে স্বজনরা এসে লাশটি হৃদয়ের বলে শনাক্ত করে।
নিহত হৃদয়ের বড় ভাই মো. রনি জানান, শনিবার(১৯জুন) দিবাগত রাত ১২টার দিকে বাসা থেকে বের হয় হৃদয়। এরপর রাতে আর বাসায় ফিরেনি । পরে রোববার সকালের দিকে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারে তার ভাইয়ের মৃতদেহ স্কুলের মাঠে পড়ে রয়েছে।
সে তখন গিয়ে দেখতে পায় যে স্কুল মাঠের পানিতে তার ভাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে। তার ভাই হত্যাকান্ডের শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, তার ভাই স্থানীয়ভাবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতো। কারও সাথে কোন বিরোধ ছিলো না। তবে মাদকাসক্ত বন্ধু-বান্ধবের সাথে হৃদয়ের সম্পর্ক ছিলো ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান,দুপুর সোয়া ৩টার দিকে সংবাদ তিনি সহ ঘটনাস্থলে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়।ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন করোনার কারনে স্কুলটি বন্ধ থাকায়, মাদকাসক্তরা সেখানে আড্ডা দিয়ে আসছিলো।
স্কুলের প্রধান গেট তালাবদ্ধ থাকলেও পাশের দেয়াল টপকে সহজেই স্কুল মাঠে প্রবেশ করা যায়। নিহত যুবক তার সহোযোগিদের নিয়ে প্রায় সময় সেখানে আড্ডা দিতো। নিহতের মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন পেয়েছেন পুলিশ। ধারনা করা হচ্ছে সহোযোগিরা তাকে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখেছে কিংবা স্কুলের ছাদ থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়েছ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ যানা যাবে বলে তিনি জানান।