বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন

নারায়ণগঞ্জে ক্লাব দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

সংবাদ নারায়ণগঞ্জ:- একটি ক্লাব দখলকে কেন্দ্র করে ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (২৮ জুন) রাত ১০টায় শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের চাষাঢ়া বস্তিতে গড়ে ওঠা ক্লাবটি পরিচালনা করতেন মানিক ও শামীম নামে দুই ব্যক্তি। সেখানে কয়েকদিন ধরেই হানা দিচ্ছিল ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিনে ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার রাতে উভয়পক্ষের লোকজন একে অন্যের ওপর হামলা চালান। তখন রুবেল (২৮) নামে এক নৈশপ্রহরী গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু ঘটে। এসময় সন্ত্রাসীদের ধারালো ছুরিকাঘাতে আহত হন জুয়েল (৩২), জামান (২৮), চঞ্চল (২৮) ও সোহাগ (৪০)। পরে তাদের আশঙ্কজন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে খবর পয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। তিনি বলেন, ‘চাষাড়া বস্তিতে একটি ক্লাব তৈরি হয়েছে। সেই ক্লাবটি দখলের জন্য দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধে সোমবার রাতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আর আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ছয়জন।

প্রত্যেকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের গ্রেফতার করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে।’

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD