মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার বেশিরভাগই মানুষ বেশ কয়েক মাস ধরে পানির মধ্যে বসবাস করছে। তাদের এই জলাবদ্ধতা নিরসনে আগামী রোববার (১১ জুলাই) সবার করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। তবে সেই সভায় জেলার বড় কয়েকজন সাংবাদিকদের থাকার কথা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ফতুল্লা বাসির দীর্ঘদিনের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। সেই জলাবদ্ধতা একেবারের নিরসনের জন্য আমি কাজ করে যাচ্ছি। এই জলাবদ্ধতা নিরসনে সকল সাংবাদিক ভাইদের নিয়ে কাজ করব। যারা যারা আসতে চান তাদের সবাইকে নিয়ে বড় পরিসরে সভ করব।
বোববার (৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভার শেষ দিকে এ কথা বলেন শামীম ওসমান।
উল্লেখ্য, ১১ জুলাইয়ের ওই সভায় ডিএনডি বাসীর সমস্যা সমাধান করতে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এছাড়া ওই সভায় নারায়ণগঞ্জ জেলার সকল সেক্টরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।