শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার লালপুর পৌষপুকুর পাড় এলাকার জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশে সেচ পাম্প বসানো হয়েছে।
(৭ জুলাই) বুধবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি রওশান হাউজিং এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর উদ্যোগে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ সেচ পাম্প উদ্বোধন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মীর সোহেল আলী বলেন, দীর্ঘদিনের লালপুর পৌষ পুকুরপাড় এলাকার জলাবদ্ধতা নিরসনে মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ একেএম শামীম ওসমানের নির্দেশে আজ আমরা সেচ পাম্প বসিয়েছি। আশা করি দুই-একদিনের মধ্যে লালপুর পৌষপুকুর পাড় সহ আশপাশ এলাকা জলাবদ্ধতা নিরসন হবে। আপনারা সবাই জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের জন্য দোয়া করবেন। তিনি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যেতে পারে।