মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন,আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের উচিত ছিল জাতির পিতার কন্যার কাছ থেকে এই উপহার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া কিন্তু আপনারা জানেন, আপনারা ছাড়াও অনেক শ্রেণি-পেশার মানুষের কাছে এই উপহার পৌঁছে দেয়ার দায়িত্ব রয়েছে। গতকালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন যেন তাদের উপহার দেয়া যায়।
(১৪ জুলাই) বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, লকডাউন শিথিল হওয়ায় আমার ভয় হচ্ছে। কোরবানির হাট বসেছে। মানুষের মুখে মাস্ক নেই। কেউ নিয়মকানুন মানছে না। আপনার অসুখ হলে আপনারা বাচ্চাকে কে দেখবে। নিজেকে রক্ষা করুন এবং আপনার আশেপাশের মানুষদের সচেতন করুন।
তিনি বলেন, আপনি থাকলে আপনার বাচ্চারা ভালো থাকবে। যদি একটু মাস্ক পড়ে, দূরত্ব মেনে, হাত ধুয়ে চলা গেলে আল্লাহ আমাদের বাঁচাবেন। আপনারা মনে করছেন, আপনাদের জন্য আমরা অনেক কিছু করে ফেলেছি আসলে তা না।
একটা কথা বলতে চাই, আপনারা যে আমাদের কতবড় উপকার করছেন তা কল্পনার বাইরে। এই উপহার গ্রহণের মাধ্যমে আমাদের সওয়াব অর্জনের সুযোগ করে দিয়েছেন। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জাহুরা, নারায়ণগঞ্জ মাহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, সদর উপজেলার ভাইস চেঢারম্যান নাজিরউদ্দিন ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।