শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়নগঞ্জ:- বিয়ের আসর থেকে বাড়ি ফিরতেই বর দেখলেন বাড়ি যাওয়ার রাস্তা ভেসে গেল বানের পানিতে। নৌকাও নেই যে নববধূকে না ভিজিয়েই ঘরে তুলবেন। এমন সময় এগিয়ে এলেন শ্বশুর। নববধূকে কোলে নিয়ে কোমরপানি পার করে দিলেন তিনি।
লক্ষ্মীপুরের কমলনগর চরমার্টিন এলাকায় এমন ঘটনা ঘটে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে চরমার্টিনের মো. হারুনের ছেলে রমিজের সঙ্গে পার্শ্ববর্তী কালকিনি ইউনিয়নের আবদুল মতিনের মেয়ে জান্নাত বেগমের বিয়ে হয় শুক্রবার দুপুরে। বিকালে অটোরিকশায় নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে এসে দেখেন রাস্তা নেই। এমন পরিস্থিতিতে শ্বশুর ও স্বামীর কোলে চড়েই নববধূকে শ্বশুরবাড়ি যেতে হয়েছে।
শ্বশুর মো. হারুন জানান, জোয়ারের তোড়ে রাস্তা ভেঙে কোমরপানি পানিতে তলিয়ে গেছে বাকি পথ। যে কারণে নতুন বউ নিয়ে বাড়ি যেতে দুর্ভোগে পড়তে হয়। তবে ঘরে নতুন বউ আনতে পেরেছি নিরাপদে, এটিই শান্তির বিষয়।
মূলত পূর্ণিমার প্রভাবে ২৩ জুলাই থেকে অস্বাভাবিক জোয়ার দেখা দেয়। নদীতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট পানি বেড়ে যায়।
স্থানীয় চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, কয়েক দফা জোয়ারে চরমার্টিন এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। তারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবী করছেন।