মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

সংবাদ নারায়ণগঞ্জঃ- আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।(৩ ফেব্রয়ারি২০২০) সোমবার সকালে পরীক্ষা শুরুর পরে বিভিন্ন পরিক্ষার হল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে জসিম উদ্দিন বলেন,  নারায়ণগঞ্জে পাবলিক পরীক্ষা ভালো হয়। পরীক্ষার কেন্দ্রগুলে পরিদর্শন শেষে উক্ত কথাটির সত্যতা প্রমাণিত হয়। এসময় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবসহ দায়িত্বপ্রাপ্ত নির্বহী ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা চলবে আগামী ২৭  ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৭টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ২১৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।  এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩০ হাজার ২৬৩ জন,  দাখিলে  ২ হাজার ৫৩১ জন এবং ভোকেশনালে  ১ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য সকল শিক্ষাবোর্ড, জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেটদের ছয় দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি পরিপত্র জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD