শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দুপুর ১২টায় আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভা এলাকায় ওই লেদার কারখানার আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলায় ধোয়া দেখলে দায়িত্বে থাকা কর্মকর্তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নারায়ণগঞ্জসহ আশপাশের ১৩ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুন সেটা বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’