মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হুশিয়ার পর ওসমান পরিবারের সদস্যদের কবরস্থানে দেয়া শ্মশানের মাটি সরিয়ে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
এর আগে সোমবার (৯ আগস্ট) বিকেলে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে ওসমান পরিবারের কবরের ওপরে মাটির স্তূপ দেখতে পান শামীম ওসমান। পরে জানতে পারেন এগুলো শ্মশানের মাটি। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এমপি শামীম ওসমান। তিনি এ মাটি সরিয়ে ফেলার জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন।
কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা জাকারিয়া বলেন, এটা শ্মশানের মাটি কিনা আমি নিশ্চিত না। তবে ঠিকাদাররা শ্মশান ও কবরস্থানের উন্নয়ন কাজ করেছেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুন বলেন, কবরস্থানে শ্মশানের মাটি ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। শ্মশান সংস্কারের সময় মাটি রাখা হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি এখানে চলে এসেছে।