শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

কুতুবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কার্ড দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

সংবাদ নারায়ণগঞ্জ:- ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে।

এদিকে ফতুল্লার কুতুবপুরে পাগলা নয়ামাটি চিতাশাল খালপাড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের দাওয়াতের জন্য দুই ধরনের কার্ড তৈরি করেছে।

একটি কার্ডে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম নাম এবং অপরটিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর নাম ব্যবহার করা হয়েছে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসাবে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ,কে,এম শামীম ওসমানকে রাখা হয়েছে। একেই অনুষ্ঠানের দুই ধরনের কার্ড বিথরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে।

এবিষয়ে আওয়ামীলীগের এক প্রবীন নেতা বলেন, আওয়ামীলীগের বিশেষ কোন দিন আসলেই এই ধরণের কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়। কিন্তু একই অনুষ্ঠানে দুই রকমের কার্ড বিতরণ করার কারণে দ্বিধাদ্বন্দ্বে মধ্যে আছি। দুইটি কার্ডের মধ্যেই দুই জনের নাম ব্যহার করা হয়েছে। এবং তা আবার বিলি করছে বিভিন্ন লোকের মাঝে।

যেহেতু আওয়ামী লীগ একযুগ ধরে ক্ষমতায়, সে কারণে গড়ে উঠেছে বহু সাইনবোর্ড সর্বস্ব, অস্তিত্বহীন রাজনৈতিক সংগঠন। যাদের কাজ হচ্ছে, বিভিন্ন দিবসে অনুষ্ঠান আয়োজন করা। নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা। মূলত তাদের উদ্দেশ্য হলো চাঁদাবাজী। সারা বছর ধরেই চলে তাদেও এই বাণিজ্য। তবে বিশেষ বিশেষ দিবসে এর মাত্রা আরো বেড়ে যায়।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের সাথে বললে তিনি জানান, এই বিষয়ে আমি কিছু বলতে পারছিনা। আমার সাথে কেউ কথা বলেছ বলে মনে হয় না। আমি বিষয়টি নিয়ে জসিম ভাইয়ের সাথে কথা বলে দেখছি।

এ ব্যাপারে শফিকুল ইসলাম শফি কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রথম কার্ডটি ছাপানো ভুল হয়েছিল পরবর্তীতে আবার ঠিক করেছি এই জন্য সমস্যা হয়েছে। কার্ডের মাধ্যমে চাঁদাবাজী করার অভিযোগ আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চাঁদা আদায়ের কোন প্রশ্নই উঠেনা। যারা এমন কথা বলছে তারা আমাদের ভালো চায় না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD