বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ থাকা ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ খুলে দিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২০ আগস্ট) দুপুর আড়াইটায় এলাকাবাসীর উদ্যোগে মসজিদের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীরা আগামী সপ্তাহের মধ্যে মসজিদ খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে নিহত মসজিদের ইমাম আব্দুল মালেকের ছেলে নাঈমুল ইসলাম জানান, দীর্ঘ এক বছর ধরে মসজিদে নামাজ আদায় করতে পারছি না। কর্তৃপক্ষের অবহেলার কারণে এতগুলো প্রাণ হারিয়েছে। যাই হোক এখন মসজিদ যেন দ্রুত খুলে দেয়া হয় সেই দাবি জানাই। আমরা যেন আগামী সপ্তাহেই মসজিদে নামাজ আদায় করতে পারি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
বিস্ফোরণের ঘটনায় গুরুত্বর আহত আমজাদ বলেন, ওই দিনের ঘটনা কতটা ভয়াবহ ছিল সেটা আমি জানি। আমিও হয়তো বেঁচে থাকতাম না। আল্লাহপাক আমাকে হায়াত দিয়েছেন। আমরা এখন এ মসজিদে নামাজ আদায় করতে চাই। যাদেরকে হারিয়েছি তাদের জন্য দোয়া করতে চাই। কর্তৃপক্ষ যেন মসজিদ খুলতে দ্রুত প্রদক্ষেপ নেয়।
উল্লেখ্য, ২০২০ সালের গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে একে একে ৩৪ জনই মারা যান। এ ঘটনার পর থেকেই মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে।