বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

একুশে আগস্ট গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা-ইসহাক

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহত শহীদদের স্মরণে দোয়া, আলোচনা সভা ও  তবারক বিতরণ করা হয়েছে।

(২১ আগস্ট) শনিবার সন্ধ্যায় চিতাশাল আল্লাহর দান  কমিউনিটি সেন্টার ফতুল্লা থানা ইনসাব এর সাধারণ সম্পাদক খবির উদ্দিনের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শিকদার মাহবুবুর রহমান হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইসহাক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ইনসাব এর সকল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে এইচ এম ইসহাক বলেছেন, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার ছেলে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে এ গ্রেনেড হামলা হয়েছে।

এ হামলা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় পরিচালিত হয়। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল। ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করে জিয়াউর রহমান এদেশে হত্যার রাজনীতি শুরু করেন এবং খালেদা জিয়া তা অব্যাহত রাখেন।

তিনি বলেন, গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তাই ১৯৭৫ এর বুলেট ২০০৪ সালে প্রাণঘাতী বুলেট হয়ে আবার ফিরে এসেছিল।

ইসহাক নির্মাণশ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, আজ নির্মাণ শ্রমিকরা জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করেছে তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD