মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মশিউর রহমান রনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
(২২ আগস্ট) রোববার বিকেলে হেফাজতের হরতালে সহিংসতার মামলায় জামিন আবেদন করা হলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালত এ আদেশ দেন।
এর আগে শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার বাংলামোটর এলাকা থেকে রনিকে আটক করে পুলিশ। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। এই তিন মামলার একটিতে জামিন শুনানি হয়। অন্য দুই মামলার নথি উচ্চ আদালতে রয়েছে। সেগুলোর শুনানি পরে অনুষ্ঠিত হবে।
জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।