রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছেন রূপগঞ্জ থানা পুলিশ। (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৮ টায় তারাব পৌরসভার নোয়াপাড়া বটতলা খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয় ।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান জানান, নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।