সংবাদ নারায়ণগঞ্জ:- মাদক ব্যবসায়ীদের কাছে হাতজোড় করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অনুরোধ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, আপনারা যারা এই এলাকায় মাদক ব্যবসা করছেন আমি তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। যদি আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো না হন তাহলে আপনাদের জন্য ভয়ঙ্কর খারাপ দিন অপেক্ষা করছে। সময় আছে যারা মাদক ব্যবসা করেন তারা ভালো হয়ে যান।
(৪ সেপ্টেম্বর) শনিবার বিকেলে ফতুল্লার শাহী বাজার আকন গলি এলাকায় পশ্চিম শাহীন মল্লাহ যুব সমাজের উদ্যোগে মাদক সন্ত্রাস ইভটিজিং বিরোধী আলোচনা সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমান মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করেছেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সাথে মাদক নির্মূলের বিষয়ে আলোচনা করেছেন। তিনি আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করছেন ফতুল্লার উন্নয়নের জন্য। তাই আপনারা সবাই জননেতা একেএম শামীম ওসমান এর জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থেকে আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে পারেন।
পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুর রহমানের উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি গোয়েন্দা শহিদুল ইসলাম
উদ্বোধক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, ফতুল্লা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, ফতুল্লা আওয়ামী লীগের স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার, সাবেক দুই নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল হক সিকদার, নাজমুল হাসান লিটন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন।
মাদক, সন্ত্রাস, ইভটিজিং বিরোধী আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু।