শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, বন্দরের শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় বড় ও আধুনিক ভবন নির্মাণের পরেও এখানকার মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ কিংবা বিসিএসএ অংশ গ্রহন কম।
শনিবার (১১ সেপ্টেম্বর) সরকারি কদম রসূল কলেজের নতুন আইসিটি ভবন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ‘একটা সময় দাবি উঠলো কদম রসূল কলেজকে সরকারি করা হক। এতে শিক্ষকরা যেমন বেতনের নিশ্চয়তা পাবে, তেমনই ভাবে শিক্ষার্থীরাও কম খরচে পড়ালেখার সুযোগ পাবে। কিন্তু করোনাকালিন সময়ে দেখলাম, কলেজটি থেকে অনলাইন ক্লাসের তেমন ভূমিকা ছিল না।
সেলিম ওসমান আরও বলেন, সরকারি কলেজ হলেও এখান থেকে তেমন ভাবে অনলাইনে লেখা পড়া করানো হয়নি করোনাকালে। স্বাধীনতার সময় আমাদের দেশে ৯ মাসের একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল। সেই ৯ মাসের গ্যাপ পূরণ করতে গিয়ে অনেক সন্ত্রাসী, রংবাজের জন্ম হয়েছিল। এবার আবারও গ্যাপ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের সেই গ্যাপ পূরণ করে সুশিক্ষায় শিক্ষিত করতে আপনাদের ভূমিকাই গুরুত্বপূর্ণ। কি ভাবে পালন করবেন, সেটা জানি না। কিন্তু পালন করতে হবে।
সরকারি কদম রসূল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ অর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফয়সাল সাগর, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।