মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসী গেন্দু বাহিনী।
(১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে ফতুল্লার পাগলার নুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক কে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।
সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মুন্না পাগলা নুরবাগ এলাকার তারা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দুলাল মিয়ার ছেলে ও আওয়ার নারায়ণগঞ্জ এর সম্পাদক।
সাংবাদিক মুন্না জানায়, সন্ত্রাসী গেন্দু বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দুপুরে আমি শাহী বাজার নুরবাগ এলাকায় পৌঁছালে আমাকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে আমার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসী গেন্দু বাহিনী। এক পর্যায়ে আমার ডাক চিৎকারে করে আশেপাশের লোকজন আসলে আমাকে ফেলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় মোঃ খলিলুর রহমান (৩০), পিতা- অজ্ঞাত, মোঃ গেন্দু (২৮), পিতা- অজ্ঞাত, মোঃ কাদির ওরফে বোম কাদির (৩০), পিতা- অজ্ঞাত, মোঃ স্বাধীনপিতা- মৃত আব্দুর রাজ্জাক ভাঙ্গারী, কালা জাহাঙ্গীর (৪০), পিতা- অজ্ঞাত, নিহাদ (২২), পিতা- অজ্ঞাত, নাঈম (২০), এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ এর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত গেন্দুকে ফোন দিলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানিনা। যখন ঘটনা ঘটেছে তখন আমি এলাকাতেই ছিলাম না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন সাংবাদিকের উপর হামলা ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।