শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- চুয়াডাঙ্গায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তমাখা জামা পরে নিজেই থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী জসিম উদ্দিন।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তের স্ত্রীকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিম উদ্দিন বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী মালেকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বারবার চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার পেটে ছুরি ঢোকানোর চেষ্টা করে। ওই সময় আমিও তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, স্বামীর ছুরিকাঘাতে আহত ওই গৃহবধূর ডান হাতে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জসিম উদ্দিন রক্তমাখা জামা পরেই থানায় আত্মসমর্পণ করেছেন। তিনিও স্ত্রীর ছুরিকাঘাতে আহত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।