রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার পরীক্ষায় পাস করায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাওছার আহমেদ পলাশকে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানায় তিনি।
(২১ সেপ্টেম্বর) দুপুরে পাগলা মেরি এন্ডারসন সংলগ্ন ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে পলাশকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় আনিস মাস্টার বলেন, জনদরদী শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ সবসময় নৌযান শ্রমিকদের কল্যাণে নিয়োজিত ছিলেন। তার অনুপ্রেরণা পেয় আজ অনেক নৌযান শ্রমিকরা অদক্ষতা থেকে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণ করে বৈধ সনদ গ্রহণকারী হয়েছেন। তাই আমরা ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ কে সাধুবাদ ও শুভেচ্ছা জানাই।
এসময় উপস্থিত ছিলেন, ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ওহেদুর রহমান রহমান মাস্টার, সহ-সভাপতি হারুন মোল্লা, সহ-সভাপতি মোঃ মাসুম সরদার। ড্রাইভার নাজমুল মৃধা, মেহেদী হাসান, আব্দুল্লাহ ডাইভার, আনোয়ার সুকানি, কাশেম ড্রাইভার, মোঃ কামাল খান, সালাউদ্দিন সুকানি, সজল সুকানি, শ্রী রিপন, মোঃ মোতালেব খান, ফারুক হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা।