সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা আদর্শ নগর এলাকায় ট্রাকের চাপায় নবম শ্রেণীর ছাত্র আরিফ নিহত।
(২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে ওয়ায়েস করনী আদর্শ নগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র আরিফ ওয়ায়েস করনী আদর্শ নগর এলাকার ইছুব আলীর ছেলে ও আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় ৯ব শ্রেণি ছাত্র
জানা যায়, ওয়ায়েস করনী আদর্শনগর কোচিং থেকে বাসায় ফেরার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন আরিফ। এই ঘটনায় ট্রাক ড্রাইভার আইয়ুব আলীকে আটক করেছে এলাকাবাসী।গাড়ির নাম্বার- ঢাকা মেট্রো-ট-১৪-০০৭১
মর্মান্তিক দুর্ঘটনায় ওয়ায়েস করনি আদর্শনগর এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।