শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না। এমন মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বাংলাদেশকে আলোকিত করে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। সবাই ‘না’ করে দিলেও তিনি বলেছিলেন, জনগণের টাকায় পদ্মা সেতু হবে।
(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সড়ক ও কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আইভী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছেন। তার কন্যা সারাদেশে ৬৪০টি মডেল মসজিদ নির্মাণ করছেন কোটি কোটি টাকা ব্যয়ে। মসজিদ-মন্দির-মাদরাসায় প্রতিনিয়ত আর্থিক অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন। আগে মাতৃত্বকালীন ছুটি কম ছিল, সেটাকে বাড়িয়ে ছয় মাস করেছেন। পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করেছেন তিনি।
মেয়র আইভী আরো বলেন, প্রধানমন্ত্রী মেট্রোরেলও করলেন। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। তার কারণে এক স্থানে বসেই আমরা এখন সারাবিশ্বে যোগাযোগ করতে পারছি। ই-কমার্সের মাধ্যমে আমাদের অর্থনীতি এক ধাপ এগিয়েছে। এসব কিছুর কৃতিত্ব শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার।