মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার ইসদাইর বাজারের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। (১৬ ফেব্রুয়ারি) রোববার রাত ৩টায় ইসদাইর বাজারের পার্শ্ববর্তী বস্তিতে এ ঘটনা ঘটে।খবর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ভোর সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ফতুল্লা, মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ১০ ইউনিট কাজ করে।
জানা যায়, শনিবার দিবাগতরাত ৩টায় হঠাৎ বস্তিবাসী আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পরে এবং পুরো এলাকা ধুয়ায় আচ্ছন্ন হয়ে পরে। এ সময় আগুনের খবর পেয়ে প্রথমে মন্ডলপাড়া ফায়ার স্টেশন আগুন নেভানোর চেষ্টা করে। পরে নবীগঞ্জ এবং ফতুল্লা ফায়ার স্টেশনসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সফল হয়। এ ঘটনায় প্রায় অর্ধশত বসত ঘর পুড়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আগুন সূত্রপাতের কোথায় হয়েছিল তা এখনো জানা যায়নি। আমাদের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্তের পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।’