সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ইউনিয়নে মেলায় জাদু দেখানোর নামে চলছে অশ্লীল নৃত্য। আর এসব প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের।
(৮ অক্টোবর) শুক্রবার মেলায় গিয়ে দেখা যায়, চতুর্দিকে প্যান্ডেল করে পুতুল নাচ ও ভ্যারাইটি শো চলছে। একটি জাদুর নাম থাকলেও প্যান্ডেলেই অশ্লীল নাচ-গান চলছিল। এসব প্যান্ডেলে নানা বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেলা শুরু হয়েছে বলে মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।
দর্শক হিসেবে উপস্থিত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা।যে সময়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ব্যস্ত থাকার কথা, ওই সময় মাইকে গানের মুর্ছনায় শিক্ষার্থীরা ছুটে যাচ্ছে মেলায়। এতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
আব্দুর রহিম নামে একজন জানান, মেলায় জাদু দেখানোর নামে চলছে অশ্লীল নৃত্য। তাছাড়া একশ্রেণির নৃত্য শিল্পীরা টাকা আদায়ের কৌশল হিসেবে উদাম যৌবনের ছোঁয়া ফেরি করছে যা ভাবতে অবাক লাগে। তাই তিনি অবিলম্বে মেলা বন্ধের দাবি জানান।
এ বিষয়ে মেলা পরিচালনাকারী মাখন দাস এর সাথে কথা বললে তিনি প্রতিবেদক এর সাথে খারাপ আচরণ করেন এবং বলেন মেলা বসিয়েছি আপনাদের সমস্যা কি। আরে মেলার পুলিশের অনুমতি রয়েছে।
এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রঘুনাথপুর এলাকায় মেলার কোনো অনুমতি দেয়া হয়নি। অবৈধভাবে মেলা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।