শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

ক্লিনফিড ছাড়া কোনো বিদেশি চ্যানেল চলবে না: তথ্যমন্ত্রী

সংবাদ নারায়ণগঞ্জ:- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেসব বিদেশি চ্যানেলের ক্লিনফিড ছিল না, সেসব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছি। ক্লিনফিড ছাড়া কোনো বিদেশি চ্যানেল চালাতে দেওয়া হবে না।

(১১ অক্টোবর) সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিদেশি বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া নিয়ে মন্ত্রী বলেন, এর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও এজেন্টদের। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলংকা ও নেপালে বিদেশি চ্যানেলের ক্লিনফিড আছে। কিন্তু আমাদের দেশের এজেন্ট ও ক্যাবল অপারেটররা সেটা হতে দেয়নি।

তিনি আরো বলেন, ক্যাবল অপারেটররা ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজেশন করার কথা বলেছেন। এটা যেন নির্ধারিত সময় থেকে করা হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটালাইজেশন না করার কারণে অনেক টেলিভিশন পে-চ্যানেল হতে পারছে না। এটা করলে দেশেরই লাভ হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD