মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জের:- ফতুল্লায় রড কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
(২৬ অক্টোবর) সোমবার দুপুরের দিকে ফতুল্লা পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বিল্লাল হোসেন, আরিফ, আব্দুল আলী, সোহেল ও লিটন। তারা পাগলার রসুলপুরে থাকতেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ফতুল্লার সিএসআরএম স্টিল কারখানায় রড তৈরির জন্য ফার্নিশের ভেতর লোহা গলানো হচ্ছিল। বিকেলে ফার্নিশারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলিত লোহা ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে। এসময় পাঁচজন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।’
দগ্ধদের সহকর্মী রুবেল জানান, তারা কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিকট আওয়াজে ভাট্টি বিস্ফোরিত হয়। এতে গলিত তরল লোহা শ্রমিকদের শরীরে এসে পড়ে। এরপর গুরুতর অবস্থায় পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, আরিফের ১১ শতাংশ, আব্দুল আলীর ৫২ শতাংশ, সোহেলের ১৩ শতাংশ ও লিটনের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা গুরুতর।