শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

না:গঞ্জ সদর উপজেলার দুই ইউপিতে বিনা ভোটে দুই চেয়ারম্যান নির্বাচিত

সংবাদ নারায়ণগঞ্জ:- দ‌লীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলায বক্তবলী ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দু’জন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী (বক্তবলী ইউপির বর্তমান চেয়ারম্যান) ও সদ্য আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মনিরুল আলম সেন্টু (কুতুবপুর ইউপির বর্তমান চেয়ারম্যান)

(২৬ অক্টোবর) মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সদর উপজেলার কুতুবপুর থেকে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। এছারা সাধারণ সদস্য পদে ৭জন পুরুষ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

জানা যায়, এবার প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না অংশ নেওয়ায় বিনা ভোটে গতবারের থেকে আরও বেশি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাওয়া চেয়ারম্যান প্রার্থীরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

অপরদিকে কাশীপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন পদে লড়াই করবেন দুইজন প্রার্থী, তারা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম সাইফউল্লাহ বাদল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুহাম্মাদ ওমর ফারুক।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুইজন লড়াই করবেন, তারা হলেন- বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুস সালাম।

আলীরটেক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন পদে লড়াই করবেন তিনজন প্রার্থী, তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সায়েম আহাম্মেদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. ফিরোজ। এছাড়া সাধারণ

গোগনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন পদে লড়াই করবেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন, নুর হোসেন সওদাগর, ফজর আলী, সাইদুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কাশেম।

২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১১ নভেম্বর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD