মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সমাবেশে মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান জাকির খানের মুক্তির দাবিতে ছাত্রদল নেতা পলাশের বিক্ষোভ মিছিল ফতুল্লায় শ্রমিকলীগ নেতার বাড়ির ডাকাতি : ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল ফতুল্লায় মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দিলো ফজলুল হক ফতুল্লায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ১৫ আগস্ট পালন করেছেন গিয়াস উদ্দিন-রিয়াদ চৌধুরী ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে পূর্ণবহাল না করার দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার

আন্দোলন করে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন নির্বাচন প্রতিষ্ঠিত করবো-পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- শ্রমিকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, অনেক রক্ত, আন্দোলন, সংগ্রাম, ঘাম ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক
ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। এ সংগঠন ট্রাক চালকদের প্রাণেরসংগঠন। এই আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন বাংলার যে কোন পরিবহন আন্দোলনে অংশ গ্রহন না করলে আন্দোলন সফল হয়না।

আজ আমাদের আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে খেলামেলা চলছে, আমরা ঐ সকল টাশের খেলা ও কুচক্রি খেলা খেলতে দিবোনা। আমরা শাখা সমূহ সম্বন্বয় পরিষদ গঠন করেছি। বিগত দিনে যেভাবে এ দেশের পরিবহন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন নেতৃত্ব দিয়েছে তেমনি ভাবে আগামী দিনেও আন্তঃজিলা রক্ষার্থে আমরা ঐব্যবদ্ধ হয়ে অনতিবিলম্বে কয়েক দিনের মধ্যে আমরা কেন্দ্রীয় কমিটির সমস্ত দায়িত্ব সম্বন্বয় পরিষদ নিয়ে সাধারন সভা দিয়ে শ্রম আইনের বিধান অনুযায়ি কেন্দ্রীয় কমিটির নির্বাচন প্রতিষ্ঠিত করবো। ট্রাক চালকের অধিকার আদায়ে লক্ষে প্রয়াত ইমাইল হোসেন মুরব্বী ১৯৭৩ সালে ট্রাক চালকদের প্রাণের এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছেন। আজ তার মৃত্যুবাষির্কীতে আমরা তার আদর্শ বুকে ধারন করে এই সংগঠনের কর্মক্রম গতিশীল করার প্রতিজ্ঞাবদ্ধ হলাম।
(১ নভেম্বর)  সোমবার বিকেলে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন (রেজি নং বি-১৬৬৫) পাগলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইমাইল হোসেন মুরব্বীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় সভাপতির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, বালুর ঘাট শাখার ও শাখার সমূহের সম্বন্বয় পরিষদের সভাপতি মজিবুর রহমান, মোহাম্মদপুর শাখার সভাপতি নসু মিয়া, দয়াগঞ্জ শাখার সভাপতি আদম আলী, সম্পাদক আঃ হক, সহ সভাপতি হীরা, শিমরাইল শাখার সম্পাদক রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম, নুরুল ইসলাম, পাগলা শাখার সম্পদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বসির উদ্দিনসহ পাগলা শাখার সকল নেতৃবৃন্দ।

এছাড়াও শ্রমিকলীগ নেতা এস এম হুমায়ুম, শ্রমিক নেতা জাহাঙ্গিও আলম, আলীগঞ্জ ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন,
শ্রমিক নেতা পিয়াস আহম্মেদ সোহেল, শাহাদাৎ হোসেন সেন্টু, সালাহ উদ্দিন, কবির হোসেন রাজু, আজিজুল হক ও ইমান আলীসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD