শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

শ্রমিকদের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহবান জানালেন পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তাকে কঠিন ভাবে দমন করা হবে এমন মন্তব্য করে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড করেছেন। এবং শ্রমিকদের কোন সন্তান যদি এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ পায় তাহলে তাদের সন্তানের খরচ সরকার বহন করবেন। সে ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন।

(১৫ নভেম্বর) সোমবার ফতুল্লার আলীগঞ্জ লেবার হলে ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পলাশ বলেন, নৌযান শ্রমিকদের সুখ-দুঃখের কথা উপলব্ধি করে ১৯৯৮ সালে ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নটি প্রতিষ্ঠা করে ছিলাম। তখন এই সংগঠনটি তেমন ভাবে প্রতিষ্ঠিত না হলেও পরবর্তীতে এই সংগঠনটি এস এম হুমায়ুন কবির ও আনিছ মাস্টার ও পিয়াস আহমেদ সোহেল নেতৃত্বে পুনরায় প্রাণ ফিরে পায়। আমরা যে স্বপ্ন দেখেছিলাম শ্রমিক অত্যাচার নির্যাতন বিরুদ্ধে নৌযান শ্রমিকরা এখন অনেক সোচ্চার হয়ে উঠেছে এই সংগঠনের মাধ্যমে।

পলাশ আরও বলেন, নৌযান শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু করে। কিন্ত মামলা করতে হয় থানায় গিয়ে। মামলা হওয়ার পর দু-তিন দিন অথবা তার চেয়েও বেশি সময় পর তদন্ত শুরু করলে অনেক ক্ষেত্রে দেখা যায় ঘটনার অনেক কিছুই ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এবং অনেক আলামত নষ্ট হয়ে যায়। তাই নৌ পুলিশকে নৌ সেক্টর মামলা তদারকির জন্য দেওয়া হোক এই দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি। পাশাপাশি নৌযান শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানাচ্ছি।

ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রমদফতর এর পরিচালক মোঃ খোরশেদুল হক ভুইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা নৌপুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ফতুল্লা থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,

বক্তব্য রাখেন ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ হারুন মোল্লা,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন মাষ্টার,গাবতলি শাখার সভাপতি মোঃ খাজা বাকী বিল্লাহ, বন্দর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাসুম সরদার, সহসভাপতি মোঃ আলী ফকির, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, পটুয়াখালী শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শুভ, উপদেষ্টা মোঃ আশরাফ শিকদার,ফতুল্লা থানা শাখার সভাপতি মোঃ হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব মাষ্টার, বক্তাবলী শাখার সভাপতি মোঃ সুজন সুকানী, আশুগঞ্জ বি বাড়িয়া শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD